Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে গম চাষ




কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-মেহেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে গম চাষ চলতি মৌসুমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩ জেলা কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-মেহেরপুরে ২৬ হাজার ৪৩৬ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এ ৩ জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২হাজার হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার হেক্টর বেশি জমিতে গমের আবাদ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। এই তিন জেলা মূলত যশোর কৃষি জোনের আওতায় পড়েছে। যশোর-ঝিনাইদহ-মাগুরা এই তিন জেলায় ১১ হাজার ০০৭ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় দ্বিগুণেরও বেশি গম চাষ হয়েছে। এ সব জেলায় আটার চাহিদা মেটাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে গমের আবাদ হয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। এ অঞ্চলের গ্রামীণ মাঠঘাটে কৃষকরা এখন গম চাষে জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারার গম চাষি আমিরুল ইসলাম জানান, মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় গমের কিছুটা ক্ষতি হলেও তা কাটিয়ে এখন গম ভালোই হয়েছে। মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে গতবারের চাইতেও এবার ভালো ফলনের আশা রয়েছে। যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ অঞ্চলে সবচেয়ে বেশি গমের আবাদ হয়েছে কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলায় ১৩ হাজার ৬৫৪ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এছাড়া মেহেরপুর জেলায় ১২ হাজার ৭৭৫ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গা জেলায় ১হাজার ৭ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আমিনুল ইসলাম বলেন, আগামীতে প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে এ অঞ্চলে গমের বাম্পার ফলন হবে। আটার চাহিদা মেটাতে এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ হয়েছে। গম চাষে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার, সার, সেচ ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক গম চাষের জন্য কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply