Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুরে লাভের আশায় ভুট্টা চাষে মনোযোগ দিয়েছে কৃষকরা




মেহেরপুরে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের : ম

। উপজেলায় এবার সবচেয়ে বেশী ভুট্টার চাষ হয়েছে ।মাঠের মধ্যে সবুজ পাতার আড়ালে হাসছে হলুদ রঙের ভুট্টা মাথায় লাল ফুল , গায়ে হলুদ বর্ণের এসব ভুট্টা দোল খাচ্ছে বাতাসে।উৎপাদন বেশি, খরচ কম তাই ভুট্টাচাষের দিকে ঝুঁকছেন কৃষকরা।ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে এখানকার কৃষকদের।কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার গাংনী উপজেলায় ৭ হাজার ৯৬৫ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে।ভুট্টা চাষ বেড়েছে দেড় গুণ। কৃষকরা জানান, ধান চাষের পর ভুট্টা চাষটা বেশি গুরুত্ব পেয়েছে।কারণ ভুট্টা চাষে লাভ বেশি। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য এবং রান্নার খড়ি বা জ্বালানী হিসেবেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। একসাথে অনেকগুলো সুবিধার কারণে এ চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। অনেক আগে থেকেই বিভিন্ন ফসলের পাশাপাশি এ অঞ্চলের কৃষকরা ভুট্টা চাষ করে আসছে। উচ্চফলন, বেশি লাভ আর চাহিদা অনেক থাকায় সম্প্রতি বছরগুলোতে ভুট্টা চাষাবাদ ব্যাপকভাবে বেড়েছে।তাই স্থানীয় ব্যবসায়ীরা চাষীদের কাছ থেকে সরাসরি ভুট্টা ক্রয় করছেন। গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মাটির উবরতা যেন ঠিক থাকে এবং চাষীরা যাতে পরিকল্পিতভাবে ভুট্টার আবাদ করতে পারে সেদিকেও নজর দেওয়া হচ্ছে।আমরা এবার সরকারী ভাবে উপজেলার ১ হাজার ৫০ জন কৃষকদের মাঝে বিনা মূল্যে ভুট্রার বীজ ও সার প্রণোদনা কর্মসূচি হিসেবে বিতরণ করা হয়েছে।কৃষি উন্নয়ন প্রকল্পের ভুট্টার প্রদর্শনী পরিদর্শন করে করণীয় ভুট্রা ফসলে ফল আর্মি ওয়ার্মা পোকার উপস্থিতি মনিটরিং করে চাষীদের উদ্বুদ্ধ করা হচ্ছে । এছাড়া ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি।এতে প্রায় ১১ভাগ আমিষ জাতীয় উপাদান রয়েছে।আমিষে প্রয়োজনীয় অ্যামিনো এসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমাণে আছে।এছাড়া হলদে রংয়ের ভুট্টা দানায় প্রতি ১০০ গ্রামে প্রায় ৯০ মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ থাকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply