বিয়ের আগে হাসি সুন্দর করতে গিয়ে প্রাণ গেল যুবকের
হাসি সুন্দর করার জন্য অস্ত্রোপচার করতে গিয়ে প্রাণ গেছে ভারতের হায়দরাবাদের এক যুবকের। গত ১৬ ফেব্রুয়ারি বিয়ের কয়েকদিন আগে মৃত্যু হয় লক্ষী নারায়ণ ভিনজাম নামের ওই যুবকের।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী লক্ষী নারায়ণ ভিনজাম গত ১৬ ফেব্রুয়ারি হায়দরাবাদের জুবিলি হিলসের এফএমএস ইন্টারন্যাশনাল ডেন্টাল ক্লিনিকে 'স্মাইল ডিজাইনিং'- এর অস্ত্রোপচারের সময় মারা যান।
তবে লক্ষী নারায়ণের বাবা রামুলু ভিনজাম অভিযোগ করেছেন, অ্যানেস্থেশিয়ার ওভারডোজের কারণে তার ছেলের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে পালালেন তরুণী, অভিমানে বাবা-মায়ের আত্মহত্যা
রামুলু ভিনজাম বলেন, অস্ত্রোপচারের সময় ছেলে অজ্ঞান হয়ে যাওয়ার পর হাসপাতালের কর্মীরা আমাকে ক্লিনিকে আসতে বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: সিংহের সঙ্গে সেলফি তোলার চেষ্টা যুবকের, অতঃপর…
তিনি জানান, তার ছেলে তাদেরকে অস্ত্রোপচারের বিষয়ে কোনো কিছু জানায়নি। তার কোনো শারীরিক সমস্যাও ছিল না। তার মৃত্যুর জন্য চিকিৎসকরাই দায়ী।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, নিহতের পরিবার ক্লিনিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করেছে। আমরা হাসপাতালের রেকর্ড এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছি।
Tag: English News politics world

No comments: