Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অস্ত্রোপচারে পেট থেকে বের হলো ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক




ভারতে অস্ত্রোপচার করে এক ব্যক্তির পেট থেকে ৩৯টি কয়েন এবং ৩৭টি চুম্বক বের করেছেন চিকিৎসক। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। অস্ত্রোপচারের পরে ২৬ বছর বয়সী এক যুবকের পেট থেকে ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক বের হয়েছে। প্রতীকী ছবি মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় গণামাধ্যম এনডিটিভি জানিয়েছে, বডি বিল্ডিংয়ে জিঙ্ক বা দস্তা সহায়তা করবে এ ধারণা থেকে দিনের পর দিন কয়েন ও চুম্বক জাতীয় পদার্থ খেতে থাকেন ২৬ বছর বয়সী ওই যুবক। এর ফলে এক পর্যায়ে তার মানসিক সমস্যা দেখা দেয়। শেষ পর্যন্ত তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ওই ব্যক্তি চিকিৎসকের কাছে জানায়, দীর্ঘ ২০ দিন ধরে তার বমি হচ্ছে এবং পেটে অসহ্য ব্যাথা হচ্ছে। এজন্য কিছুই খেতে পারছিলেন না। তিনি সিনিয়র ডাক্তার মিত্তালের কাছে চিকিৎসা নেন। তার স্বজনরা জানান, ইতিহাস সৃষ্টি করার জন্য তিনি গত কয়েক সপ্তাহ ধরে ধাতব কয়েন এবং চুম্বক খান। পরে সমস্যা দেখা দিলে হাসপাতালে নেয়া হয়। আরও পড়ুন: ভারত /‘লিভার’ নিয়ে উড়ল বিমান বাহিনীর প্লেন, বাঁচল প্রবীণ সেনার প্রাণ এরপরই তাকে এক্সরে করা হয়। এতে দেখা যায়, তার পেটের মধ্যে কয়েন ও চুম্বক রয়েছে। পরবর্তীতে বিষয়টি আরও স্পষ্ট করার জন্য সিটি স্ক্যানও করা হয়। পরে অস্ত্রোপচার করে তার পেট থেকে ৩৯টি কয়েন এবং ৩৭টি চুম্বক বের করা হয়। ডাক্তার জানায়, তার পেট থেকে মোট ৩৯টি কয়েন বের করা হয়। যার মধ্যে রয়েছে ১, ২ ও ৫ রুপির মুদ্রা। এছাড়াও বিভিন্ন আকৃতির ৩৭টি চুম্বক বের করা হয়। ওই ব্যক্তির পরিপূর্ণ সুস্থ হতে সাতদিন লাগবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply