Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিপিএলে সাকিব-তামিম দ্বৈরথ কাল




সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ছবি : বিসিবি কাগজে কলমে স্রেফ একটা ম্যাচ, এরপরও থাকে কত কথা! যে ম্যাচ কখনো দল ছাপিয়ে হয়ে ওঠে ব্যক্তিকেন্দ্রীক। যোগায় তর্কের খোরাক, করে আলাদা গুরুত্ব বহন। রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল ছাপিয়ে সাকিব-তামিম লড়াই যেন এখন বিপিএলের টক অব দ্যা টাউন। চলতি আসরে ফের একবার মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা। লড়াইটা এবার ফাইনাল নিশ্চিতের। হারলেই বাদ। জিতলেই মিলবে ফাইনালে টিকিট। ঠিক এমন এক কঠিন সমীকরণকে মাথায় নিয়ে মাঠে নামছে সাকিবের রংপুর রাইডার্স ও তামিমের ফরচুন বরিশাল। চলতি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো মুখোমুখি হওয়ার অপেক্ষায় হেভিওয়েট এই দুই দল। সাম্প্রতিক সময়ে সাকিব-তামিমের সম্পর্কের টানাপোড়েন ও মাঠের নানা আলোচিত ঘটনা বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছে এই লড়াইয়ে। এবারের বিপিএলের এর আগের দুই দেখায় দল দুটোর অবস্থান সমানে সমান। প্রথম দেখায় বরিশাল জিতলেও দ্বিতীয় দেখায় সমতায় ফেরে রংপুর। এর ওপর সবশেষ দেখায় সাকিবের করা উদযাপন ব্যঙ্গ করে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেন তামিম। এবার ফাইনাল নিশ্চিতের মিশনে ফের মুখোমুখি হচ্ছেন এই দুই ক্রিকেটার। টেবিল টপার হিসেবে প্লে-অফে খেলতে নামলেও শুরুটা ভালো হয়নি রংপুরের। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে বেশ বিপাকে পড়েছে সাকিবরা। ফাইনালে যেতে বরিশালের বিপক্ষে জিততেই হবে সাকিবদের। পুরো আসরে দুর্দান্ত ছন্দে থাকলেও প্লে-অফে নিষ্প্রভ ছিলেন সাকিব। যা দলটির জন্য দুশ্চিন্তার বড় কারণ। তাই বাঁচা-মরার ম্যাচে এই তারকার ফর্মে ফেরাটা জরুরি। অন্যদিকে, এবারের আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ এক ফিফটি হাঁকিয়ে দলকে জেতান এই বাঁহাতি ব্যাটার। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখবেন তামিম, এমনটাই প্রত্যাশা ভক্তদের। কোয়ালিফায়ার নয় ফাইনালে সাকিব-তামিমের লড়াই দেখার ইচ্ছে ছিল ভক্তদের। তবে, রংপুরের হারে গতকালই সেই স্বপ্ন শেষ হয়ে যায়। এই দুই দলের ধ্রুপদী লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন—সাকিব না তামিম, সেই উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। খেলা শুরু বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply