Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আব্রামস ট্যাংক: যুক্তরাষ্ট্রের ‘গর্ব’ ধুলোয় মিশিয়ে দিচ্ছে রাশিয়া!




ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের আরেকটি আব্রামস ট্যাংক গুড়িয়ে দিয়েছে রুশ সেনারা। রোববার (৩ মার্চ) বিভিন্ন রুশ গণমাধ্যম সেই ছবি প্রকাশ করেছে। এছাড়াও রুশ সেনারা আব্রামসের যন্ত্রাংশ দিয়ে তৈরি একটি মাইন-ক্লিয়ারিং বাহনও ধ্বংস করে দিয়েছে। ফাইল ছবি রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরটি নিউজ। রুশ বাহিনীর গুঁড়িয়ে দেয়া আব্রামস ট্যাংকের ছবি সর্বপ্রথম রাশিয়ান সাংবাদিক এবং উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়েভের টেলিগ্রাম চ্যানেলে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আভদিভকার দাবাস শহরের বারডিচি গ্রামের কাছে ট্যাংকটি প্রবেশ করেছিল। রুশ সেনারা প্রথমে গ্রেনেড লঞ্চার দিয়ে ট্যাংকটিকে থামিয়ে দেয়।’ সলোভিয়েভ আরও বলেন, ভারী সরঞ্জামগুলো শেষ পর্যন্ত ‘স্ট্রম স্কোয়াড’ দিয়ে ধ্বংস করা হয়। তবে তিনি কোথা থেকে এ খবর জানতে পেরেছেন, সে সূত্র প্রকাশ করেননি। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভয়ংকর আব্রামস ট্যাংক পেল ইউক্রেন এর আগে, রোববার রাশিয়ার সামরিক সংবাদদাতা ইউরি কোটেনক একটি ভিডিও প্রকাশ করেন। দেড় মিনিটের ভিডিও ক্লিপটিতে ওই সাংবাদিক একটি গুঁড়িয়ে যাওয়া এম১১৫০ অ্যাসল্ট ব্রেচার যান দেখান। এটি আব্রামসের যন্ত্রাংশ দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি এক্সপ্লোসিভ-ক্লিয়ারিং বিশেষ মাইন। তবে কিয়েভকে যুক্তরাষ্ট্র এরকম কতটি যানবাহন দিয়েছে, তা স্পষ্ট নয়। ভিডিওতে আরও দেখা গেছে, আব্রামস ট্যাংকটি একটি কাঁচা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর এর আশপাশে ধোঁয়া ছেয়ে গেছে। এছাড়াও ট্যাংকটিতে আগুনের লেলিহান শিখাও দেখা গেছে। আরও পড়ুন: ইউক্রেনে ৩০টি আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখন পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এছাড়া কিয়েভেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply