Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হাঁপানি বা এজমা লক্ষণ (দুই)




হাঁপানি বা এজমা লক্ষণ (দুই) হাঁপানির সবচেয়ে সাধারণ লক্ষণসমূহ হলোঃ

১.শ্বাসকষ্ট শ্বাস নিতে কষ্ট হওয়া বা শ্বাসকষ্ট হওয়া হাঁপানির প্রধান লক্ষণ। কিছু ক্ষেত্রে গভীর শ্বাস নিতে বা দীর্ঘ নিঃশ্বাস নিতে অসুবিধা হতে পারে। যাদের খুব শ্বাসকষ্ট হয় তাদের কথা বলতে, খেতে বা ঘুমাতে কষ্ট হয়। হাঁপানিতে আক্রান্ত মানুষ যখন ব্যায়াম করেন তখন শ্বাসকষ্ট আরো বেড়ে যায়। ২.কাশি বারবার ফিরে আসা কাশি হাঁপানির একটি উপসর্গ। হাঁপানি হওয়ার সম্ভাবনা বেশি যদি কাশির সাথে হাঁপানির অন্যান্য উপসর্গও থাকে, যেমনঃ শ্বাসকষ্ট, বুকে টান ইত্যাদি। হাঁপানিতে কাশি সবার ক্ষেত্রে হয় না। কাশি সাধারণত শুষ্ক থাকে বা অনিয়ন্ত্রিত হাঁপানিতে আক্রান্ত কারো কাশির সময় ঘন পরিষ্কার শ্লেষ্মা থাকতে পারে। ৩.শিসের শব্দ শ্বাসকষ্ট হলে শ্বাসনালী থেকে একটি শিসের মতো শব্দ আসে। বেশিরভাগ ক্ষেত্রে শ্বাস ছাড়ার সময় এটি ঘটে। তবে কিছু ক্ষেত্রে এই ধরনের শব্দ পরিলক্ষিত নাও হতে পারে। ৪.বুকে টান বুকের টানকে প্রায়শই বর্ণনা করা হয় যে বুকে ভারী ভার থাকা বা আপনার চারপাশে একটি অংশ শক্ত হয়ে যাওয়ার মতো অনুভূতি হওয়াকে। এটি একটি নিস্তেজ ব্যথা বা বুকে একটি ধারালো ছুরিকাঘাতের মতো অনুভব হতে পারে। এটা সহ্য করতে অসুবিধা হতে পারে। এই লক্ষণগুলোর এক বা একাধিক থাকলে বোঝা যায় হাঁপানি আছে। যদি এই উপসর্গগুলি বারবার ফিরে আসতে থাকে, রাতে আরও খারাপ হয়, অথবা ব্যায়াম, আবহাওয়া বা অ্যালার্জিতে খারাপ হয় তাহলে হাঁপানি নিশ্চিত করা যায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply