এ বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজ হওয়া তারকাদের তালিকায় সানির পর দ্বিতীয় স্থানে কে জানেন?

ভারতে সবচেয়ে বেশি যে তারকাদের খোঁজা হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছে গুগল। এই তালিকায় সবার ওপরে রয়েছেন সানি লিওন। গতবারের মতো এ বছরও গুগল সার্চে সবার প্রথম সানি-ই। আর এই তালিকায় দ্বিতীয় স্থানে বিগ বস ১১ প্রতিযোগী আর্শি খান।

বিগ বসের ঘরে আসার পর প্রতিযোগীদের জনপ্রিয়তা আচমকাই এম বেড়ে যায় যে এ ব্যাপারে কোনও আগাম ধারনাই থাকে না তাঁদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -

বিগ বসের ঘরে এমনিতে সেলেব্রিটিদের নিয়েই আগ্রহ থাকে বেশি। কিন্তু এবার যা হল, তা সবাইকেই চমকে দিয়েছে। গুগল সার্চে সমস্ত বলিউড অভিনেতা-অভিনেত্রী ও বিগ বসের অন্য তারকাদের পিছনে ফেলে দিয়েছেন আর্শি।

গুগলে সানির পরই এ বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে আর্শিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -

২০১৭ বিদায় লগ্নের পৌঁছেছে। প্রতি বছরের শেষেই গুগল এই পরিসংখ্যান প্রকাশ করে। এবার বিনোদন জগতের তালিকায় দুই নম্বরে পৌঁছে সবাইকে অবাক করে দিয়েছেন আর্শি।

বিগ বসের ঘরে আসার আগেই বিতর্কে জড়িয়েছিলেন আর্শি। বিগ বসের ঘরে সাধারণ হিসেবেই এন্ট্রি হয়েছিল তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -

আর্শি সম্পর্কে পুরানো তথ্যা জানার জন্যই লোকজন গুগলে সার্চ করেছেন। এই তালিকায় আর্শির পর রয়েছেন হরিয়ানার গায়িকা তথা নৃত্যশিল্পী সপনা চৌধুরী।

এই তালিকায় সপ্তম স্থানে শিল্পা শিন্ডে ও বন্দগি কালরা অষ্টম স্থানে রয়েছেন।
No comments: